স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : বিদ্যাজ্যোতি স্কুল গুলোতে প্রথম শ্রেণী থেকে ইংরেজি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা, বিদ্যাজ্যোতি স্কুল গুলোতে নবম শ্রেণী থেকে আচমকা ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না, ডেভেলপমেন্টের নামে সরকারি স্কুলে ছাত্রদের কাছ থেকে কোন ধরনের ফি নেওয়া যাবে না।
এই ধরনের একাধিক দাবিকে সামনে রেখে সোমবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল এ আই ডি এস ও। এইদিন এ আই ডি এস ও -র কর্মী সমর্থকরা প্রথমে শিক্ষা দপ্তরের সামনে সমবেত হয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে এ আই ডি এস ও -র পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। এ আই ডি এস ও -র রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের সংগঠনের দাবি গুলি তুলে ধরেন।