স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : নারী নির্যাতন, চাকুরি হারানোর ঘটনা, রাজনৈতিক সন্ত্রাস, দুর্নীতি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার দিক দিয়ে গোটা দেশকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কিন্তু গণতন্ত্রে এইগুলি বেশি দিন চলে না। গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ শেষ কথা বলে। আর মানুষ যখন জাগবে তখন এ ধরনের গণতন্ত্র বিরোধী যারা পেশির জোরে ও অর্থের জুড়ে সরকারে থাকতে চায় তারা ক্ষমতায় থাকতে পারবে না।
সোমবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনের অন্তর্গত গুনিয়ারা ও রাইবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক নং বুথে নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা বলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেন গত দু বছর আগে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। আজ জানা যাচ্ছে সেই টাকাগুলি সাড়ে ২৫ হাজার চাকরি কেলেঙ্কারি টাকা ছিল।
এখন তিনি জেলে আছেন। আরো একজন জেলে রয়েছে তিনি হলেন অনুব্রত রায়। এ ধরনের কেলেঙ্কারির জন্য মন্ত্রী সভার দুজন সদস্য বর্তমানে জেলে রয়েছেন। ত্রিপুরার প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছর সিপিআইএমের সরকার ছিল। ফলে মানুষ আশাহত হয়েছিল। মানুষ ভেবেছিল আর সরকার পরিবর্তন হবে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের হাত ধরে ত্রিপুরায় সরকার পরিবর্তন হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী এই আসনে মনোনীত বিজেপি প্রার্থী সুভাষ সরকারের হয়ে জনসমর্থন চেয়েছেন। বিগত লোকসভা নির্বাচনের মত আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে মনোনীত প্রার্থী।