Saturday, July 27, 2024
বাড়িরাজ্যতিন মাস ধরে পানীয় জল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ

তিন মাস ধরে পানীয় জল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : দীর্ঘ তিন মাস ধরে মিলছে না পানীয় জল। এলাকার সমস্ত সাপ্লাই নষ্ট হয়ে পড়েছে। নদীর জল খেয়ে তিন মাস ধরে অসুস্থ হয়ে পড়ছে গোটা এলাকার মানুষ। অবশেষে সোমবার পানীয় জলের দাবিতে জওহরনগর বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। তাদের অভিযোগ দীর্ঘ ৩ মাস ধরে এলাকায় মিলছে না পানীয় জল। এ বিষয়ে এডিসি প্রশাসনকে অবগত করে সমস্যার সমাধানের দাবি করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 আর বলা হয় ভোটের তিন দিন পর থেকে মিলবে এলাকায় পানীয় জল। সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। মানুষ এলাকার পঞ্চায়েতে গিয়ে জিজ্ঞাসা করলে পঞ্চায়েতের দায়িত্বে থাকা কেউই কিছু বলতে পারছে না। এভাবে দীর্ঘ ৩ মাস কেটে গেছে। তারা নদীর জল খেয়ে কোনরকম ভাবে দিন কাটাচ্ছে। এমনকি নদীর জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গ্রামবাসী। বহুবার স্থানীয় নেতাদের অবগত করা হলে তারা শুধুমাত্র গ্রামবাসী জন্য মায়া কান্না করছে। সমস্যা সমাধানের কোন রাস্তা খুঁজে বের করছে না এডিসি প্রশাসন। গ্রামবাসী মনে করে যদি সমস্যাটি সমাধান করার ইচ্ছে থাকে তাহলে মাত্র দুদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়। কিন্তু তারা শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে মিথ্যা গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছে। যার কারণে বিকাশ ত্রিপুরা মুখ লুকাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য