স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : নিয়মিত করণের দাবিতে ডেপুটেশন প্রদান করল ফরেস্ট ফিল্ড ওয়ার্কাররা। ত্রিপুরা সরকারের বনদপ্তরে ৩৬৩ জন ফরেস্ট ফিল্ড ওয়ার্কার রয়েছে। তাদের নিয়মিতকরণের দাবিতে বৃহস্পতিবার গুর্খাবস্তি অরণ্য ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। তারা জানায়, গত ১৬ ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বনমন্ত্রী, মুখ্যসচিব ও পিসিসি এফ-র কাছে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছে না।
তারই পরিপ্রেক্ষিতে ফিল্ড ওয়ার্কাররা এদিন বন দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নেয়। তাদের আরও অভিযোগ চলতি মাসে বেতন দেওয়া হচ্ছে না। এবং তাদের মাসে সাড়ে সাত টাকা যে বেতন দেওয়া হয়, তাদের পরিবার পরিচালনা করতে পারছে না। তাই নিয়মিতকরণ করে বেতন বৃদ্ধি করতে ডেপুটেশন প্রদান করতে আসা। কিন্তু অফিসে গিয়ে কোন আধিকারিককে পাওয়া যায়নি বলে জানান তারা। অফিসের আধিকারিক না থাকায় কর্মরত কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠে। সাময়িক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এন সি সি থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পি এল কর্মীরা স্থান ত্যাগ করে।