ক্রীড়া প্রতিনিধি ।। কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। শুরু হচ্ছে ১১ মার্চ থেকে। লীগের দুই গ্রুপ থেকে চারটি করে মোট আটটি দল ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। টিসিএ আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা হবে একটু ভিন্ন ফরমেটে। প্রথমত, দুদিনের ম্যাচ, দ্বিতীয়তঃ নকআউট খেলা। কোন ম্যাচ সরাসরি মীমাংসা না হলে প্রথম ইনিংসে যে দল লীড নেবে তারাই বিজয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। কোন ম্যাচে প্রথম ইনিংসে লিড না পাওয়া গেলে দু’দলের রান রেট দেখা হবে।
এতেও অমীমাংসিত থাকলে টস করা হবে। দুদিনের খেলায় প্রতি দলে নব্বই ওভার খেলার সুযোগ পাবে। প্রতি ইনিংসে একজন বোলার সর্বাধিক কুড়ি ওভার পর্যন্ত বল করতে পারবে। মাঠের দুই দিকে যথাক্রমে ৬ জন এবং ৫ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না। গ্রুপ-এ থেকে কোয়ার্টার ফাইনালে উন্নীত চারটি দল হল এনএসআরসিসি, দশমীঘাট কোচিং সেন্টার, জিবি প্লে সেন্টার ও প্রগতি প্লে সেন্টার। গ্রুপ-বি থেকে উন্নীত চারটি দল যথাক্রমে মডার্ন ক্রিকেট একাডেমি, চাম্পামুরা কোচিং সেন্টার, ক্রিকেট অনুরাগী এবং জুটমিল কোচিং সেন্টার। ১১ ও ১২ মার্চ দুই মাঠে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। এমবিবি স্টেডিয়ামে এনএসআরসিসি খেলবে জুটমিল কোচিং সেন্টারের বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে দশমীঘাট কোচিং সেন্টার খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। ১৩ ও ১৪ মার্চ পঞ্চায়েত মাঠে জিবি প্লে সেন্টার খেলবে চাম্পামুরা কোচিং সেন্টারের বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে মডার্ন ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে। একই ফরমেটে ১৭ ও ১৮ মার্চ পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে এবং পঞ্চায়েত মাঠে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ রাখা হয়েছে ২২ ও ২৩শে মার্চ। খেলা হবে এমবিবি স্টেডিয়ামে।