Sunday, May 25, 2025
বাড়িরাজ্যফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০৪ তম জন্ম জয়ন্তী উদযাপন

ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০৪ তম জন্ম জয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : রবিবার আগরতলা সরকারি নার্সিং কলেজের উদ্যোগে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০৪ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। মূলত ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনটিকে আন্তর্জাতিক সেবিকা দিবস হিসাবে পালন করা হয়। প্রদিপ প্রজ্জলন করে এইদিন অনুষ্ঠানের সুচনা করেন আগরতলা সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষা ডঃ মৈত্রী চৌধুরী।

 এক সাক্ষাৎকারে তিনি জানান আধুনিক নার্সিং-এর প্রবর্তক ছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তাই ওনার জন্মদিনটিকে আন্তর্জাতিক সেবিকা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষ্যে এইদিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবির থেকে বহু মানুষ পরিষেবা গ্রহণ করে। পাশাপাশি তিনি এই বছর আন্তর্জাতিক সেবিকা দিবসের থিম তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!