স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : তৃতীয় শ্রেণী পড়ুয়াকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে! ঘটনা কাঁকড়াবন কিশোরগঞ্জ গ্রাম। পুলিশ জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সফিক মিঞা নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তি। তখন বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায়। পরবর্তী সময় ছাত্রটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মা, বাবাকে জানায়।
পরে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে মেয়েটির পরিবার। পরিবারের অভিযোগ হাতে পেয়ে কাকড়াবন থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে সফিক মিঞাকে। পরে পুলিশ পক্সো আইনে ৩৪১ / ৩৫৪ আইপিসি ৮ অফ পক্সো ধারায় মামলা নেয়। কাঁকড়াবন থানায় মামলা নম্বর ২০ / ২০২৪ । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকড়াবন এলাকায়।