Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল হয়ে পথ অবরোধ যান চালকদের

বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল হয়ে পথ অবরোধ যান চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : সকাল পাঁচটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নেই বিদ্যুৎ পরিষেবা। ঘন্টার পর ঘন্টা পেট্রোল ও সিএনজি গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকে যান চলকরা। অবশেষে সড়ক অবরোধ করতে বাধ্য হয় তারা। তাদের অভিযোগ কোন ঘোষণা না করেই বিদ্যুৎ পরিষেবা শাট ডাউন করে রাখা হয়েছিল। আর রাস্তা অবরোধে বসার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে, তখন পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে পেট্রোল পাম্পে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে, ম্যানেজারকে খুঁজে পায়নি।

যান চালকদের অভিযোগ পেট্রোল পাম্পে জেনারেটর থাকার সত্বেও জেনারেটর দিয়ে তাদের গ্যাস দেওয়া হয় নি। বিদ্যুৎ নিগমের কর্মীদের ফোন করলে তারা এসে সমস্যার সুরাহা করে নি। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে নাজেহাল অবস্থা তাদের। এমনকি এদিন তারা কোনো গাড়িও চালাতে পারেনি। যদি সময় মত গ্যাস পেয়ে যেত তাহলে সেদিন দিন বড় গাড়ি চালিয়ে দৈনিক মজুরি পেয়ে যেত। তবুও সকাল থেকে অপেক্ষায় ছিল তারা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানান। পরবর্তী সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যান চালকরা ধারাবাহিকভাবে গ্যাস গাড়িতে ঢুকাতে সফল হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য