স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : ঊষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যার ঘটনায় ধৃত আকাশ করকে শনিবার সকালের বিমানে রাজ্যে নিয়ে আসা হয়। ৩০ এপ্রিল গুলি করে হত্যা করা হয়েছিল ভিকিকে। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্য ও বহিঃরাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝারখণ্ড থেকে গ্রেপ্তার করা হয় আকাশ করকে।
তারপর রাজ্য পুলিশের একটি দল ঝাড়খণ্ড ছুটে যায়। ট্রানজিট রিমান্ডে শনিবার সকালে বিমানে আকার করকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। রাজ্যে নিয়ে আসার পর ডাক্তারি পরীক্ষার জন্য আকাশ করকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর তাকে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আকাশ করকে আদালতে সোপর্দ করবে পুলিশ।