Saturday, July 27, 2024
বাড়িরাজ্য৪২ টি লোকসভা আসনের মধ্যে ৩০ থেকে ৩২ টি আসনে জয়ী হবে...

৪২ টি লোকসভা আসনের মধ্যে ৩০ থেকে ৩২ টি আসনে জয়ী হবে বিজেপি, বঙ্গে গিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে ঝড় তুলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উত্তর কোলকাতায় বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়ন পত্র দাখিল করার মিছিল শুরু হওয়ার পূর্বে মানিকতলা স্থিত স্বামী বিবেকানন্দের বাসভবনে স্থাপিত মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর উত্তর কোলকাতার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র দাখিলের মিছিলে অংশগ্রহণ করেন।

হুড খোলা গাড়ি দিয়ে মুখ্যমন্ত্রী প্রচার করেন। মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলার উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করার সংকল্প নিয়ে উত্তর কোলকাতার ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী তাপস রায়কে সকলে ভোট দেওয়ার জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী নারী সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে ভুল করেননি। তারপর মুখ্যমন্ত্রী বলেন স্বৈরাচারী তৃণমূল সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে তথা নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করার জন্য ভোট চান। মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের উন্নতি করতে চাইছে, সেখানে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যে নারী সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তাই এই নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দেওয়ার আহবান জানান মুখ্যমন্ত্রী শ্রী সাহা। মুখ্যমন্ত্রী দাবি করেন পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৩০ থেকে ৩২ টি আসনে জয়ী হবে ভারতের জনতা পার্টি। কারণ পশ্চিমবঙ্গে গিয়ে প্রত্যক্ষ করা গেছে মোদী গ্যারান্টি উপর মানুষের আস্তা রয়েছে।

মানুষ নরেন্দ্র মোদির হাত শক্তিশালী করতে প্রস্তুত হয়ে আছে বলে জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে পশ্চিমবঙ্গে প্রচারে রয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনিও প্রচারে ঝড় তুলতে কোন ত্রুটি রাখেন নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য