Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরাস্তা ও ড্রেইনের দাবিতে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ

রাস্তা ও ড্রেইনের দাবিতে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : রাস্তা ও ড্রেইনের দাবিতে আমবাসা-কমলপুর সড়ক অবরোধে সামিল হল এলাকার লোকজন। জানা যায় বেশ কয়েক বছর ধরে কুলাই ঘন্টাছড়া এলাকার ড্রেইনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। ড্রেইনের নোংরা জল গিয়ে পড়ছে ওয়াটার সাপ্লাই-র পয়েন্টে। যার ফলে পানীয় জলের সাথে ড্রেইনের নোংরা জল মিসে একাকার। এই নিয়ে এলাকার লোকজন বহুবার পঞ্চায়েত প্রধান সহ ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে।

 কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার সকালে এলাকার লোকজন আমবাসা-কমলপুর সড়ক অবরোধে সামিল হয়। দীর্ঘ সময় ধরে চলে সড়ক অবরোধ। এলাকাবাসিদের দাবি বেহাল ড্রেইনটি দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় নোংরা জল মিশ্রিত পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়বে এলাকার লোকজন। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ। সড়ক অবরোধের ফলে রাস্তায় দুই পাশে আটকে পরে বহু যানবাহন। পরবর্তী সময় আমবাসা ব্লকের অতিরিক্ত বিডিও ঘটনাস্থলে ছুটে গিয়ে কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। তারপর এলাকার লোকজন সড়ক অবরোধ মুক্ত করে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য