Tuesday, February 11, 2025
বাড়িরাজ্য"ল'' ক্লার্কদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আইনজীবী মহল

“ল” ক্লার্কদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আইনজীবী মহল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : ত্রিপুরা ল্ ক্লার্কস এসোসিয়েশনের ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিস্টিক জজ সুভাশিষ সর্মা রায়, সি জি এম  সৈকত দাস, সভাপতি মৃনাল কান্তি বিশ্বাস, ত্রিপুরা বার আসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু সহ অন্যান্যরা। উপস্থিত আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস দাবি করেন, রাজ্যের “ল” ক্লার্কদের বর্তমানে সুসময় চলছে না। কারণ তাদের আর্থিক সমস্যা হচ্ছে।

এর পেছনে মূলত কারণ হলো ব্যবসার প্রসার কমে গেছে। আদালত চত্বরে বহু “ল” ক্লার্ক হয়ে গেছে। পাশাপাশি আদালতের বাইরে একটি চক্র রয়েছে। যাদের বিগত দিনে হাতেনাতে ধরা হয়েছে। আগামী দিনও তাদের হাতেনাতে ধরা হবে। কারণ তাদের ত্রিপুরা বারের সাথে কোন যোগাযোগ নেই। এ বিষয়ে মুখ্য বিচার আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হবে। তাদের উদ্দেশ্যে বলা হবে যাতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আরো কঠিন করা হয়। যারা এভাবে ব্যবসা করছে তারা শিক্ষাগত তেমন যোগ্য না হলেও কিছু অবৈধ ক্রিয়াকলাপ করে তারা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বহু টাকার মালিক হয়ে গেছেন। এবং সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো তারা এত বেশি অগ্রসর হয়েছে রাষ্ট্রবিরোধী ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে। এর নজির রয়েছে। এর বিরুদ্ধে মামলা চলছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য