স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : কাজের সন্ধানে বহিঃরাজ্যে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। ঘটনার বিবরনে জানা যায়, ৩০ এপ্রিল শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাখবাড়ীর বাসিন্দা মানজিৎ ত্রিপুরা ও আভাংছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে চেন্নাই যায়।
ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজনের অভিযোগ ৩ মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো তাদের কথা হয়েছে। তারপর থেকে ধনঞ্জয় নিখোঁজ। ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েম্বাটুর রেলষ্টশন থেকে নিখোঁজ হয়ে গেছে বলে জানিয়েছে মানজিৎ ত্রিপুরা ও জ্যাকব ত্রিপুরা। এইদিকে ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজন মানজিৎ ত্রিপুরা ও জ্যাকব ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করে কোন সদোত্তর পান নি। বাধ্য হয়ে ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজন শান্তিরবাজার থানার দারস্থ হয়। তাদের দাবি ধনঞ্জয় ত্রিপুরাকে খুজে বের করে দেওয়া হোক।