স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : খোয়াই জেলার তুলাশিখর ব্লকের অন্তর্গত কুইচা বাড়ি এলাকায় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে আহত হয়েছে ৯ জন। আহতদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় ৪ জনকে রেফার করে দেওয়া হয়েছে জিবি হাসপাতালে।
জানা যায় এইদিন খোয়াই জেলার তুলাশিখর ব্লকের অন্তর্গত কুইচা বাড়ি এলাকায় জলের ট্যাঙ্কার গাড়িটি আপ উঠার সময় আচমকা নিয়ন্ত্রন হারিয়ে পিছনের দিকে ছুটতে থাকে। তখন গাড়ির চালক গাড়ির ব্রেক দেন। ব্রেক দেওয়ার সাথে সাথে গাড়িটি উল্টে যায়। এতে আহত হয় গাড়ির চালক সহ মোট ৯ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুই বারে আশঙ্কা জনক অবস্থায় চার জনকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। চার জনকে প্রাথমিক চিকিৎসার পর খোয়াই জেলা হাসপাতাল থেকে ছেরে দেওয়া হয়। এক জনকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।