Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী

পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল :  কৈলাসহরে একাংশ এলাকায়  চার দিন পর বিদ্যুৎ পরিসেবা চালু হয়েছে।তবেকোথাওকোথাওবিদ্যুৎ বিভ্রাট নিয়ে রুটিন মাফিকঝামেলা প্রতিদিন কৈলাশহরের কোন না কোন জায়গায় পথ অবরোধ জারি রয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর কাউলিকুড়া এলাকায় তিনটি স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এলাকাবাসী।

 চলতি মাসের ২৬ তারিখ গোটা কৈলাশহর মহকুমা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যার ফলে পূর্বক কাউলিপুরা ৩ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, ।এলাকাবাসীরা দফায় দফায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর কাউলিকুরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এলাকাবাসী। ওদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ জারি রাখবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ। খবর লেখা পর্যন্ত পথ অবরোধ জারি রয়েছে ওই এলাকায়। এখনও পরিসেবা সারা মহকুমায় চালু করা যায়নি। প্রকৃতি প্রদত্ত ঝড় তুফানে বিদ্যুৎ বিপর্যয়ে নাজেহাল আম জনতা। কোন্ কোন এলাকায় বিদ্যুৎ চালু হবার পর সোমবার রাতে ই গ্রাম গঞ্জে র বাসিন্দা রা চারদিন প্রথমে জল তুলতে বা সংগ্রহ করতে খবর পাওয়া গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য