স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল :আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল, তাওয়াল, টুপি ও তরমুজ বিতরণ করা হয়। এইদিন এ.ডি নগর স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাফাই কর্মীদের হাতে এই সকল সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেট অলক রায় সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান সমগ্র রাজ্যের সাথে আগরতলা শহরেও তীব্র গরমের কারনে মানুষ অতিষ্ঠ। তাই পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও কর্পোরেটরদের উদ্যোগে পথ চলতি সাধারন মানুষদের মধ্যে ঠাণ্ডা পানীয়, তরমুজ বিতরণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এইদিন পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটরের উদ্যোগে সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল, তাওয়াল, টুপি ও তরমুজ বিতরণ করা হয়।