স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশে তীব্র গরমের মধ্যে পথ চলতি মানুষকে কিছু স্বস্তি দিতে বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে বড়দোয়ালি এলাকার বিভিন্ন স্থানে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করা হয়।
রাজধানীর আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায়ও ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করা হয়। এক বিজেপি নেতা জানান মুখ্যমন্ত্রী দলের কর্মীদের বার্তা দিয়েছেন করোনা পরিস্থিতিতে বিজেপি কর্মীরা যে ভাবে মানুষের সাথে ছিল, একই ভাবে তীব্র গরমের হাত থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কাজ করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পথ চলতি মানুষের মধ্যে ঠাণ্ডা পানীয় ও তরমুজ বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।