Saturday, September 7, 2024
বাড়িরাজ্যভ্রুণ হত্যার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

ভ্রুণ হত্যার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : রাজ্যে ভ্রুণ হত্যার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের নিহার নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগের আঙ্গুল উঠেছে ডাক্তার রবিশঙ্কর দত্তের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিবাহিত মহিলাদের হাজার ১০-২০ হাজার টাকা নিয়ে ভ্রুনহত্যা করেন। ৪০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে অবিবাহিত মেয়েদের ভ্রুন হত্যা করে থাকেন। শুধু নিহারনগর এলাকা নয়, বিভিন্ন স্থান থেকে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনৈতিক কাজ করার জন্য লোক ছুটে আসেন তার কাছে। তবে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি ভ্রুনহত্যার বিষয়ে সরাসরি অস্বীকার করেন। এখন দেখার এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ডাক্তার রবিশংকরের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য আধিকারী এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে। তার বিরুদ্ধে প্রতিনিয়ত উঠছে নীহার নগর স্বাস্থ্যকেন্দ্রে ভ্রুন হত্যার মতো গুরুতর অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য