স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : ত্রিপুরা ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর স্বস্তি মার্কেটের সামনে পথ চলতি সাধারন মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরা ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের পদাধিকারীরা। নিগমের মেয়র দীপক মজুমদার নিজে পথ চলতি মানুষের হাতে ঠাণ্ডা পানীয় জল তুলে দেন।
মেয়দ দীপক মজুমদার জানান সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও মাত্রাতিরিক্ত গরমে মানুষ অতিষ্ঠ। তাই ত্রিপুরা ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা শহরের ৫ টি স্থানে পথ চলতি সাধারন মানুষের মধ্যে ঠাণ্ডা পানীয় জল বিতরণ করা হচ্ছে। তিনি ত্রিপুরা ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।