স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে বিজেপি প্রার্থী ছিলেন কৃতি সিং দেববর্মণ। এই আসনে ভোটার ছিল প্রায় ১৩ লক্ষ ৯৬ হাজার ৭৬১ জন। এইদিন উৎসবের মেজাজে ভোট গ্রহণ করা হয়। বিকাল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৭৯.৫৫ শতাংশ। বহু ভোট কেন্দ্রে ৫ টার পরও ভোটারদের লাইন রয়েছে। প্রায় ১০ হাজার ৫৯১ জনকে টোকেন দেওয়া হয়েছে।
সেই পরিসংখ্যান হিসাব করলে পূর্ব ত্রিপুরা আসনে ৮০.৩১ শতাংশ ভোটার ভোট দিয়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে সাব্রুমে ৮৫.৬৪ শতাংশ। গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের এই উৎসাহের জন্য প্রদেশ বিজেপি -র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরো বলেন, এদিন ভোট ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে। এবং রাজ্যের দুটি আসনেই অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।