Sunday, May 19, 2024
বাড়িবিশ্ব সংবাদব্রাজিলে গৃহহীনদের আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১০

ব্রাজিলে গৃহহীনদের আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ এপ্রিল: ব্রাজিলের দক্ষিণাঞ্চলে গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার দুপুররাতে পোর্তো আলেগ্রি শহরের আশ্রয়কেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে প্রায় ৩০ জন লোক বসবাসরত ছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি।অগ্নিদগ্ধ অন্তত ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।  বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে দমকলকর্মীদের তিনতলা ভবনটিতে আগুন লাগার খবর দিয়ে ডেকে আনা হয়। তারা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দমকল পরিষেবা জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটি অনুমোদন না নিয়েই কার্যক্রম চালাচ্ছিল। কিন্তু পোর্তো আলেগ্রির এক নগর কর্মকর্তা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ফলে এটি অবৈধভাবে চলছিল কিনা তা পরিষ্কার হয়নি।সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন।‘অসহায়’ অবস্থায় থাকা লোকজনের বসবাসের জায়গা হিসেবে আশ্রয়কেন্দ্রটি ব্যবহৃত হতো বলে জানিয়েছেন তিনি।পের্তো আলেগ্রির মেয়র সেবাস্তিয়ো মেলো এ ঘটনায় শহরটিতে তিন দিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছেন।   ১১ বছর আগে ব্রাজিলের একই রাজ্যে প্রাণঘাতী আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় রিও গ্রান্ডে দো সুল রাজ্যের শান্তা মারিয়া শহরে একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য