স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : ভোট দিয়ে জমায়েত হওয়া ভোটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তা কর্মীর লাঠিচার্জ। এতে আহত হয় দুজন। প্রতিবাদে ভোট বয়কট করলো পেচারথল বিধানসভা কেন্দ্রের ৩২ নং বুথের মিটিংগাচ্ছাড়ার ভোটারা। তাদের অভিযোগ, তারা বৃহস্পতিবার রাত তিনটার নাগাদ ভোট কেন্দ্রে এসে জমায়েত হয়। তারপর যথারীতি সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার পর তাদের মধ্যে কয়েকজন ভোটাধিকার প্রয়োগ করেন।
তারপর তারা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা বসায়। তখন কাঞ্চনপুর থানার ওসি সহ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এসে মৃদু লাঠিচার্জ করেন। অপরদিকে ভোট কেন্দ্র থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি গাছের নিচে এলাকার কিছু যুবক জমায়েত হয়ে ছিল, তখন সেখানো গিয়ে লাঠিচার্জ করে নিরাপত্তা কর্মীরা। ঘটনায় দুজন আহত হয়েছে। এবং দুজনের মোবাইল ভেঙেছে। থানার ওসির বিরুদ্ধে আরো অভিযোগ, কিছু যুব ভোটারদের ওসি না করেছে ভোট দেওয়ার জন্য। তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তাদের প্রশ্ন ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের ভোট দেওয়ার অধিকার আছে কিনা? তাই এদিন দুপুর বারোটা থেকে ভোটকেন্দ্রে তালা ঝুলিয়ে ভোট বয়কট করল গ্রামের মহিলারা। ঘটনাস্থলে ছুটে আসে বহু আধা সামরিক বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় আরক্ষা প্রশাসনের আধিকারিকদের।