Sunday, November 24, 2024
বাড়িরাজ্যপ্রথম বারের মতো উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করল পুনর্বাসনপ্রাপ্ত ব্রু রিয়াং শরণার্থীরা

প্রথম বারের মতো উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করল পুনর্বাসনপ্রাপ্ত ব্রু রিয়াং শরণার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : মিজোরামে জাতিগত দাঙ্গার কারনে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছিল ব্রু-রিয়াং শরণার্থীরা। বিশেষ করে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় তারা আশ্রয় নেয়। দীর্ঘ বছর ধরে তারা ত্রিপুরা রাজ্যে শরণার্থীর জিবন অতিবাহিত করে আসছে। শরণার্থী হওয়ার কারনে তারা ত্রিপুরা রাজ্যে ভোট দানের অধিকার ছিল না।

মিজোরামে গিয়ে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করত। কিছুদিন পূর্বে তাদেরকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। ত্রিপুরা রাজ্যের ভোটার হিসাবে তাদেরকে প্রদান করা হয় পরিচয়পত্র। ফলে তারা ভোট দানের অধিকার লাভ করে। ভোট দানের অধিকার লাভের পর এই প্রথম তারা ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শুক্রবার আমবাসা মহকুমার হাদুক্লক পাড়া ইংরেজি মাধ্যম স্কুলের ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সকাল থেকে ভিড় জমায় পুনর্বাসনপ্রাপ্ত ব্রু রিয়াং শরণার্থীরা। লাইনে দাড়িয়ে এক এক করে উৎসবের মেজাজে তারা এইদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট দানের পর এক রিয়াং শরণার্থী জানায় আগে তারা মিজোরামে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করত। এইবার প্রথম তারা ত্রিপুরা রাজ্যে ভোট দিয়েছে। তার জন্য যথেষ্ট আনন্দ লাগছে। আমবাসার এআরও সঞ্জীব দেববর্মা জানান ব্রু-রিয়াং শরণার্থীদের জন্য হাদুক্লক পাড়া ইংরেজি মাধ্যম স্কুলে এইবার পৃথক ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম তারা রাজ্যে ভোট দিয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে কোন ধরনের সমস্যা হয় নি বলেও জানান তিনি। আমবাসা সহ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মোট ৬ টি স্থানে এইদিন ব্রু-রিয়াং শরণার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। রাজ্যে প্রথম বারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি পুনর্বাসনপ্রাপ্ত ব্রু রিয়াং ভোটাররা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য