Monday, February 17, 2025
বাড়িরাজ্যদুই নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরো এক অভিযুক্ত

দুই নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরো এক অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : জম্পুইজলার গঙ্গারাম পাড়া এলাকায় দুই নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চতুর্থ অভিযুক্ত। চতুর্থ অভিযুক্তকে গ্রেপ্তার করল গোলাঘাটি বিধানসভার শ্রীনগর থানার পুলিশ। জানা যায় শ্রীনগর থানার অন্তর্গত জম্পুইজলা গঙ্গারাম পাড়ার চা বাগানে ১৩ এপ্রিল আমবাসা ও খুমলুংয়ের দুই নাবালিকাকে ৭ যুবক মিলে গণধর্ষণ করে।

পরবর্তী সময় ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ১৪ এপ্রিল শ্রীনগর থানায় ৭ অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে দুই নাবালক সহ এক যুবককে গ্রেপ্তার করে। তারপর শ্রীনগর থানার পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে অভিযান জারি রাখে। অবশেষে মঙ্গলবার রাতে জম্পুইজলার জারুল বাছাই দুখিয়াকুবড়া এলাকা থেকে চতুর্থ অভিযুক্ত অর্থাৎ আরও এক নাবালককে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নাবালক গন ধর্ষণের বিষয়ে স্বীকার করে। শ্রীনগর থানার এক পুলিশ অফিসার জানান বুধবার দুপুরে ধৃত নাবালককে জুভেনাইল কোর্টে সোপর্দ করা হবে। এই গন ধর্ষণের মামলার তদন্তকারী অফিসার জানান এই গন ধর্ষণের মামলায় এখনো পর্যন্ত মোট ৪ জন অভিযুক্তকে পুলিশ জালে তুলেছে। বাকি আরো তিন অভিযুক্তকে পুলিশ সহসাই জালে তুলবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য