Friday, April 25, 2025
বাড়িরাজ্যরাস্তার মাথা এলাকা থেকে আটক এক রোহিঙ্গা

রাস্তার মাথা এলাকা থেকে আটক এক রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : বিশালগড়ের রাস্তার মাথা এলাকা থেকে পুলিশের হাতে আটক এক রোহিঙ্গা যুবক। ধৃত যুবকের নাম আব্দুল্লাহ আমিন। বিশালগড় থানার পুলিশ ধৃত যুবককে প্রথমে আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়।

পরবর্তী সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে পাসপোর্ট এক্টে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখায়। জানা যায় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ১৪৪ ধারা জারি থাকার পরও কিভাবে ধৃত যুবক সিমান্তের তার কাটার বেড়া অতিক্রম করে রাজ্যে প্রবেশ করেছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিশালগড় থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লা আমিন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তার সাথে আরও বেশ কয়েকজন রোহিঙ্গা ভারতে প্রবেশ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য