Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যসন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান প্রদ্যোতের

সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান প্রদ্যোতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনী প্রচার শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে তিপরা মথার সুপ্রিমো বললেন জনগণ যে প্রার্থীকে ইচ্ছে হবে সেই প্রার্থীকে ভোট দেন। নির্দিষ্টভাবে কোন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি বলবেন না। কিন্তু নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়। কারণ ভোটের পর সকলকে একসাথে মিলে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। বুধবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলেন প্রদ্যোত।

 তিনি এদিন সাংবাদিক সম্মেলন থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে যাতে পানীয় জলের ব্যবস্থা করা হয়। কারণ রাজ্যে অস্বাভাবিক গরম চলছে। এই অবস্থায় যাতে ভোটাররা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে পানীয় জল খাওয়ার সুযোগ পায়, এর বন্দোবস্ত করার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানান তিনি। এদিকে বুধবার পানিসাগরে রাস্তা এবং পানীয় জলের দাবিতে ভোট বয়কটের কথাটি প্রসঙ্গে বলেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ার বিষয়টি অত্যন্ত হতাশার। এটাই স্পষ্ট বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য