Saturday, July 27, 2024
বাড়িরাজ্যআদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেয়ে ঢাকঢোল পেটালো জমির প্রকৃত মালিক

আদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেয়ে ঢাকঢোল পেটালো জমির প্রকৃত মালিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : আট বছর পর আদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেল জমির প্রকৃত মালিক। তারপর জমিতে ঢাক-ঢোল পিটিয়ে সতর্ক করলেন জমির মালিক। জানা গেছে সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের সুজাত আলীর ১ কানি ৩ গন্ডা টিলা ভূমি একই এলাকার মনু মিয়া নামে এক ব্যক্তি বেআইনিভাবে দখল করে নেয়।

 পরে জমির প্রকৃত মালিক সুজাত আলী উনার জায়গার সমস্ত নথিপত্র নিয়ে উনার দখলকৃত জমি ফিরে পেতে গত আট বছর আগে আদালতে মামলা দায়ের করেছিলেন। আট বছর ধরে মামলাটি আদালতে চলার পর বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দখলকৃত জমিটি সুজাত আলীর বলে রায় দেন। আদালতের এই রায়ের পর সরকারি আধিকারিকদের সামনে ঢাক ঢোল পিটিয়ে মালিক সুজাত আলীর আলীর পক্ষ থেকে সতর্ক করে দিয়ে জমির চার সীমানায় পিলার বসানো হয়।

 এদিন ঢাকঢোল পিটিয়ে সতর্ক করা হয় ভবিষ্যতে যদি জমিতে কেউ পা রাখে তাহলে যেন মালিকের অনুমতি নিয়ে আসতে হবে। এদিকে মঙ্গলবার আদালতের এই ন্যায্য বিচারের মাধ্যমে দখলকৃত জায়গা ফিরে পেয়ে সুজাত আলী আদালতের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য