Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যআগামী ২৫ - ৩০ বছর বিজেপি -কে পরাস্ত করার মতো কোন রাজনৈতিক...

আগামী ২৫ – ৩০ বছর বিজেপি -কে পরাস্ত করার মতো কোন রাজনৈতিক দল এখনো দাঁড়ায় নেই : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : আগামী ২৬ শে এপ্রিল পূর্বত্রিপুরা আসনে ভোট গ্রহণ। আগামীকাল সরব প্রচার সমাপ্ত হবে। মঙ্গলবার খোয়াই বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হয় খোয়াইতে মহা মিছিল। খোয়াই বিধানসভা এলাকার প্রতিটা বুথ থেকে কর্মী সমর্থকরা মন্ডল কার্যালয়ের সামনে জড়ো হয়। খোয়াই মন্ডল কার্যালয় থেকে বের হয় সুসজ্জিত মহামিছিল।

মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। মন্ডল কার্যালয় থেকে মিছিল বের হয়ে খোয়াই কোহিনূর কমপ্লেক্স, হাসপাতাল চৌমুহনি, লালছড়া, পুরান বাজার, দুর্গানগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এক থাপ্পরে ঘটি বাটি বেঁচে গঙ্গা পার করে দিয়েছে। আজকে তাদের ফিরে আসার বিন্দুমাত্র সুযোগ নেই। এবং আগামী ২৫ – ৩০ বছর বিজেপি -কে পরাস্ত করার মতো কোন রাজনৈতিক দল এখনো দাঁড়ায় নেই। তবে এটা পরিষ্কার সিপিআইএম এবং কংগ্রেস আর আসতে পারবে না। মন্ত্রী রতন লাল নাথ আরো বলেন, জনজাতির উন্নয়ন করতে গেলে প্রয়োজন নরেন্দ্র মোদির। তাই প্রদ্যোত কিশোর দেববর্মণ বুঝতে পেরে ত্রিপাক্ষিক চুক্তি করেছে। এমনটাই বললেন মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য