Thursday, January 23, 2025
বাড়িরাজ্যসরকারি জমি দখল করা নির্মীয়মান দোকান ভেঙ্গে গুড়িয়ে দিলো টাস্ক ফোর্সের কর্মীরা

সরকারি জমি দখল করা নির্মীয়মান দোকান ভেঙ্গে গুড়িয়ে দিলো টাস্ক ফোর্সের কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : আগরতলা শহরের অলিগলিতে রাস্তার পাশে বেআইনিভাবে গড়ে উঠছে অস্থায়ী দোকান। মঙ্গলবার টাউন ইন্দ্র নগর শ্মশান সংলগ্ন এলাকায় স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশে বহু অংশ নিয়ে স্থায়ীভাবে দোকান খোলার চেষ্টা করে। পরবর্তী সময় স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় প্রশাসনকে।

 ঘটনাস্থলে পৌঁছায় টাস্ক ফোর্সের কর্মীরা। টাস্ক ফোর্সের কর্মীরা গিয়ে বেআইনিভাবে নির্মীয়মান দোকানটি ভেঙে গুড়িয়ে দেয়। টাস্ক ফোর্সের এসআই রবীন্দ্র নাথ ঘোষ জানান বেআইনিভাবে রাস্তার পাশে সরকারি জমি দখল করে কোন দোকান খোলা যাবে না। এই অসাধু ব্যবসায়ীকে বলা হয়েছে ভেন্ডার লাইসেন্স নিয়ে যাতে ভেন্ডার দিয়ে ব্যবসা করেন। কিন্তু এভাবে সরকারি জমির জবরদখল করে ব্যবসা করা যাবে না। কারণ জিনিস ক্রয় করার জন্য একজন ক্রেতা যদি আসে তখন সে নিয়ে আসার গাড়ি এবং বাইক রাস্তা মধ্যে দাঁড় করিয়ে দোকান থেকে জিনিস ক্রয় করতে প্রবেশ করে।

এতে করে রাস্তায় জ্যাম সৃষ্টি হয় সম্ভাবনা থাকে। সুতরাং এ ধরনের বেআইনি কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পেলে এলাকায় বেআইনিভাবে গড়ে উঠা রাস্তার পাশে বাকি দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

 এদিকে রাস্তার পাশে দোকান নির্মাণ করা হিমাংশু দেবনাথের বক্তব্য যদি উনার দোকান ভাঙ্গা হয় তাহলে যাতে আশেপাশে যেসব দোকান সরকারি জমি দখল করে আছে সেগুলো ভাঙ্গা হয়। কিন্তু টাস্ক ফোর্সের কর্মীরা ওনার কথা শুনতে নারাজ। তাদের বক্তব্য যাদের পুরানো দোকান রয়েছে, সে দোকানগুলি পরবর্তী সময়ে ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে আগরতলা পুর নিগমের। কিন্তু নতুন করে এলাকায় বেআইনিভাবে দোকান নির্মাণ করতে দেওয়া হবে না। 

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য