স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : চুরি যাওয়া বাইক উদ্ধার করল মেলাঘর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থানার অন্তর্গত নলছর ব্লক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি নলছর বিওসি সংলগ্ন সড়কের পাশে নিজের বাইকটি রেখে কৃষি খেতে যান কাজ করতে।
কৃষি ক্ষেত থেকে কাজ শেষ করে রাস্তায় এসে দেখতে পান তার বাইকটি নেই। সাথে সাথে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিক মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর মেলাঘর থানার পুলিশ মাঠে নামে। অবশেষে রবিবার রাতে মেলাঘর থানার এস আই তমুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মেলাঘর থানার পুলিশ উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিক। তিনি ধন্যবাদ জানান মেলাঘর থানার পুলিশকে।