স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : আগামী ২৬ এপ্রিল জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটে নিযুক্ত কর্মী, সাংবাদিকদের ব্যালট পেপারে ভোট গ্রহনের পক্রিয়া চলছে।
রবিবার থেকে চলছে ভোটগ্রহনের পক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যারয়েছে ৫৪৩ জন। মঙ্গলবার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান, মোট ভোট দিয়েছে ৪৫৬ জন। তিনি জানান আগমী ২৬ শে এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রকারের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সুষ্ঠভাবে ভোট গ্রহনের পক্রিয়া সম্পূর্ন করতে চেষ্টা চলছে। এদিন শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য লোকজনেরা দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়।