Sunday, September 8, 2024
বাড়িরাজ্যহনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যপাল

হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : হনুমান জয়ন্তী ভারতের প্রায় প্রতিটি রাজ্যে উদযাপন করা হয়। ভারতের অধিকাংশ উত্তর রাজ্যে, এই উৎসবটি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। কর্ণাটকে হনুমান জয়ন্তী শুক্লপক্ষের ত্রয়োদশীতে, অর্থাৎ বৈশাখ মাসে পালন করা হয়। হনুমানকে রামের প্রবল ভক্ত বলে মনে করা হয়।

 বিষ্ণুর অবতার, তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি শক্তির প্রতীক হিসাবে সম্মানিত। মঙ্গলবার রাজ্যে উদযাপন করা হয় হনুমান জয়ন্তী। আগরতলা শহরের ভারতরত্ন সংঘ ক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও ক্লাবের উদ্যোগে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে পুজার আয়োজন করা হয়। কাঠিয়ে বাবা মিশন কলেজেও এইদিন হনুমান পুজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা। রাজ্যপাল হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। পুরহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাঙ্গ হয় হনুমান পূজা। হনুমান পুজাকে কেন্দ্র করে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এক সাক্ষাৎকারে ভারতরত্ন সংঘ ক্লাবের এক সদস্য জানান বিগত বছরের ন্যায় এই বছরও ভারত রত্ন সংঘের উদ্যোগে হনুমান জয়ন্তী পুজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য