স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : কমিউনিস্টরা জনজাতি অংশের মানুষকে ভোট বাক্সে পরিণত করেছিল। কিন্তু কাজের বেলায় তারা কোন কিছুই করেনি। আর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতি অংশের মানুষের উন্নয়ন সরকার কর্তব্য মনে করে না, জনজাতিদের উন্নয়ন করা উচিত বলে মনে করে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে উন্নয়ন তিনি গত ১০ বছরে করেছেন সেটা মাত্র একটা টেলার, পিকচার বাকি আছে।
সুতরাং উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার রামচন্দ্র ঘাট বিধানসভার উদ্যোগে আয়োজিত ত্রি-দলীয় জোটের নির্বাচনী জন সমাবেশে বক্তব্য রেখে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের প্রথম দফা নির্বাচনে যে ভোট পড়েছে তা ভারতবর্ষের মধ্যে রেকর্ড। ৮১ শতাংশ অধিক কোন আসনে এই দিন ভোট পরেনি। আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে এমন রেকর্ড সংখ্যক ভোট হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন নির্বাচনী সবার থেকে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান ডাবল ইঞ্জিন সরকারের প্রতি সমর্থন করে যাতে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে জয়ী করেন। আয়োজিত নির্বাচনী জনসভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।