Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যপাঁচ দিনের জন্য সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর

পাঁচ দিনের জন্য সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : গত কয়েকদিন ধরে তাপমাত্রা উর্ধ্বমুখী। কিন্তু আশঙ্কা রয়েছে আরও পাঁচ দিন সাধারণ ডিগ্রী থেকে অনেকাংশে বেশি থাকবে। এ বিষয়ে আবহাওয়া দপ্তরের সাইন্টিস্ট ডাক্তার ডা. পার্থ রায় জানান, আগামী পাঁচ দিন সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষে থেকে। সাধারণ তাপমাত্রা থেকে কয়েক ডিগ্রী বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।

 অর্থাৎ ৩৫ ডিগ্রি উর্ধ্বে থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই। রবিবার আগরতলা শহরে তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিক চেয়ে চার ডিগ্রি বেশি ছিল। আর আজকে রয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা সাধারন থেকে ৩.৭ ডিগ্রী সেলসিয়াস বেশি। তবে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ধলাই জেলা, উত্তর জেলা, ঊনকোটি জেলায়। তিনি আরো জানিয়েছেন, প্রয়োজনে কাজ সকাল দশটার আগে সেরে ফেলার জন্য। সকাল দশটার পর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে পড়ছে। এই তাপমাত্রায় অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সার্বিক পরিস্থিতি দিকে গুরুত্ব দিয়ে তিনি এই বিষয়ে অবগত করেছেন। তবে সকাল থেকে প্রবল গরমে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। আগরতলা শহরে মোড়ে মোড়ে ডাবের জল এবং আখের রস পান করছে মানুষ। তীব্র দাবদাহে কেউ কেউ অফিস কিংবা বাড়ি ঘরের কাজ করতে রাস্তায় বের হয়ে অসুস্থ হয়ে পড়ছে। পথচারীরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। তাই পরিস্থিতির দিকে নজর রাখার জন্য আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য