Thursday, January 16, 2025
বাড়িরাজ্যভোটাধিকার প্রয়োগ করে ইন্ডিয়া জোটকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

ভোটাধিকার প্রয়োগ করে ইন্ডিয়া জোটকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : সহধর্মীকে সঙ্গে নিয়ে আগরতলা সেটেলমেন্ট অফিসে গিয়ে শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ভোটাধিকার প্রয়োগ করে বিরোধীদের তোপ দেগে বলেন, যারা পুলিং এজেন্ট পাচ্ছে না তারাই আজ অভিযোগ চলছে পুলিং এজেন্টদের নাকি ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

এটা আগেই বলে দেওয়া হয়েছিল বিরুধীরা নির্বাচন ঘনিয়ে আসলে প্রহসণের অভিযোগ তুলবে। তারা বলবে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। প্রশাসন দ্বারা এই ষড়যন্ত্র হয়েছে। এগুলি তাদের রীতিমতো অভিযোগ বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দাবি করেন শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। কোথাও কোনো হামলা হুজুতির খবর নেই। পুলিশকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যাতে নিরপেক্ষ নির্বাচন হয়। আর যদি বিরোধীদের অভিযোগ সত্যি হতো তাহলে রিটার্নিং অফিসার, অবজারভারদের কাছে অভিযোগ নথিভুক্ত থাকতো। কিন্তু সকাল থেকে এ ধরনের কোন অভিযোগ তাদের কাছে নেই। আগামী ৪ জুন যখন বিরোধীরা ধরাসায়ী হবে তখন তাদের মুখ লুকাতে হবে। তাই এখন থেকে তারা অভিযোগ তুলতে শুরু করেছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, ইন্ডিয়া জোটের বহু নেতা জেলে রয়েছেন। এতে প্রমাণিত ইন্ডিয়া জোটের নেতারা দুর্নীতিতে নিমজ্জিত। তাই এ জোটের কোন ভবিষ্যৎ নেই। মানুষ এই জোটকে বর্জিত করেছে। কারণ মানুষ ইন্ডিয়া জোটের ভাঙ্গা নৌকায় এবং ডুবন্ত নৌকায় পা দিতে চাইছে না। আর এন ডি এ হচ্ছে একটা জাহাজ। সে জাহাজে মানুষ উঠতে চাইছে তৃতীয়বারের মতো। মন্ত্রী আরো বলেন, কংগ্রেস নেতা কানাইয়া কুমার রাজ্য সফরে না আসার বিষয়টি নিয়ে তারা অভিযোগ করেছে ষড়যন্ত্র হয়েছে তাই নাকি বাতিল হয়েছে কানাইয়া কুমারের সফর। তাহলে প্রশ্ন কিভাবে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে ভোট প্রচারে এসেছেন ? সুতরাং তারা মুখ ঢাকতে ইতিমধ্যে নানা অভিযোগ তুলছে বলে জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য