Sunday, January 5, 2025
বাড়িরাজ্যউদ্ধার জোড়া মৃতদেহ

উদ্ধার জোড়া মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : সাতসকালে উদ্ধার দুই নাবালকের মৃতদেহ। ঘটনা আমবাসার কুলাই ঘন্টাছড়া এলাকার। মৃত জেমস মলসম ও বিকাশ রিয়াং-এর শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। ধারনা করা হচ্ছে দুই নাবালককে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। সকলে যখন ভোটের সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে, ঠিক তখন এক সাথে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ। ঘটনা আমবাসার কুলাই ঘণ্টাছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কুলাই ঘন্টাছড়া আইচোপ্রহর কলোনির বৃন্দা জয় পাড়ার বাসিন্দা জেমস মলসম ও বিকাশ রিয়াং বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাঙ ধরার জন্য কুলাই ঘন্টাছড়া এলাকায় যায়। কিন্তু গভীর রাত হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে যায় নি। শুক্রবার সকালে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ।

স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। মৃত দুই নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ সনাক্ত করে। স্থানীয় এক ব্যক্তি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার লোকজন শেষ বারের মতো জেমস মলসম ও বিকাশ রিয়াংকে দেখতে পায়। তখন তারা এলাকার লোকজনদের জানায় তারা ব্যাঙ ধরতে যাচ্ছে। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। তিনি আরও জানান ধারনা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে। এইদিকে জোড়া মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফোরেসিক টিমকে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। তল্লাসি চালানো হয় ঘটনাস্থলে। জেলার অতিরিক্ত পুলিশ  সুপার মানবেন্দ্র চৌধুরী জানান দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ শনাক্ত করেছে পরিবারের লোকজন। ঘটনাস্থলে তল্লাসি চালানোর পর কিছু তথ্য পাওয়া গেছে। প্রাথমিক স্তরে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। মৃত জেমস মলসম ও বিকাশ রিয়াং-এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারে কিনা?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য