স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সহধর্মিনী পাঁচালী ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে যান শিশু বিহার স্কুলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যদি স্বাধীনভাবে ভোট হয় তাহলে একটি ম্যাজিক রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু অবাক করার বিষয় ভোটের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা শাসক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাবারের প্যাকেট বিলি করে বলছে ভোটের দিন যাতে বিরোধী দলের কর্মীরা বাড়ি থেকে না বের হয়। ভোটের দিনও নাকি তাদের খাবার বিলি করা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিং এজেন্ট দিতে পারবে সেটা ভাবা চিন্তার বাইরে। এবং সবচেয়ে বড় বিষয় হলো বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের দিন ভোট লুণ্ঠন হয়েছে। তাই এই নির্বাচনে মানুষ যদি সাহস নিয়ে ভোট দিতে এগিয়ে না আসে তাহলে সংবিধান ও গনতন্ত্র রক্ষা করা যাবে না। একদলীয় ও স্বৈরশাসন ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে। যার পরীক্ষার হল ত্রিপুরা। তাই এই লড়াই বিজেপি এবং জনগণের মধ্যে বলে দাবি করেন মানিক সরকার।