স্যন্দন ডিজিটাল । আগরতলা। ৭ মার্চ : সম্প্রতি সাব্রুম এবং খোয়াই টি আর টি সি -র গাড়ির পরিষেবার নাম করে পুরনো দুটো গাড়ি তুলে এনে পরিষেবা চালু করা হয়েছে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। সোমবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সি আই টি ইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি জানান এই সরকার শ্রমিক বিরোধী সরকার।
তাই শ্রমিকদের উপর প্রতিনিয়ত আঘাত নামিয়ে আনছে। দিন দিন শ্রমিক সংখ্যা এবং গাড়ি সংখ্যা কমছে। টি আর টি সি যে গাড়ি ছিল তা বর্তমানে কমতে শুরু করেছে। ১৯৯৩ সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্টিত হওয়ার পর টি আর টি সি -র গাড়ির সংখ্যা বেড়েছে। কিন্তু বর্তমান সরকার শ্রমিকদের সাথে প্রতারণা করে চলেছে। যা প্রত্যক্ষ করা গেছে টি আর টি সি -তে। এমনকি দেশের সরকার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে চলেছে। একইভাবে যন্ত্রপাতি মূল্য বেড়েছে। ইন্স্যুরেন্সের মূল্য বেড়েছে। এতে পরিবহন শ্রমিকরা গোটা দেশের সাথে রাজ্য আক্রান্ত হচ্ছে। তাই আগামী ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘট ডাকা হয়েছে। দেশে বহুবার শ্রমিকরা আন্দোলনে নামার পরও তাদের জন্য সরকারের সহানুভূতির কোনো উদ্যোগ নেই। সরকার কর্পোরেটদের জন্য প্রত্যেকটি বাজেটে ছাড় দিয়ে চলেছে। তাই এটা দেশবিরোধী সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এবং দেশব্যাপী ধর্মঘটে রাজ্যের শ্রমিকরাও এগিয়ে আসার আহ্বান জানান। এদিন কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতা সমর চক্রবর্তী, অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।