স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। মহিলার নাম নমিতা শীল। বয়স ৬৩ বছর। বাড়ি বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে দক্ষিণ জেলার নলুয়া বাজারে। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে, নমিতা শীলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে।
আগরতলা থেকে শ্রীনগর গামী TR 01 13 42 বাসের পেছনের চাকার নিচে চাপা পড়ে মৃত্যু হয় নমিতা শীলের। জানা যায় নলুয়া বাজারে গাড়ি থামানোর পর, গাড়ি থেকে নামার আগেই হঠাৎ গাড়ির চালক গাড়ি চালিয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেই নমিতা শীল রাস্তায় পড়ে গিয়ে , গাড়ির পিছনে চাকায় পৃষ্ট হয়ে মাথা থেঁতলে যায়। সাথে সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় নমিতা শীলের। এই খবর বিলোনিয়া সাতমুরা এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিলোনিয়া হাসপাতালে ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। নমিতা শীলের মৃতদেহ হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজনরা। এরপর নমিতা শীলের মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাতমুরা এলাকায়।