স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন এক পান দোকানে থাবা বসালো চোরের দল। এতে নগদ টাকা ও পানের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা।
পানের দোকানের মালিক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন নগদ টাকা ও পানের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। তবে চোর চুরি করে যাওয়ার সময় তার পায়ের জুতো ভুলবশত রেখে যায়। এদিকে দোকানে চুরি হওয়ার পর দোকানের মালিক জাকির হোসেন অনেকটাই মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তবে প্রশ্ন হচ্ছে বাজারে নৈশ প্রহরী থাকার সত্বেও কিভাবে চুরি করলো চোর, সৃষ্টি হয়েছে চঞ্চল্য।