স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : করোনা পরিস্থিতির কারণে চলতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরিক্ষা সংঘটিত হয় নি। পরবর্তী সময় শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি এক্সপার্ট কমিটি গঠন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তাদের প্রি বোর্ডের ফলাফল বিবেচনা করে ফলাফল ঘোষণা করা হয়। তবে যেসব ছাত্রছাত্রীরা ফলাফলে অসন্তুষ্ট থাকবে তাদের জন্য পুনরায় পরিক্ষায় বসার সুযোগ করে দিয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পরবর্তী সময় দেখা যায় উচ্চমাধ্যমিকে ফলাফলের অসন্তুষ্ট হয়ে পরিক্ষায় বসতে চায় কন্টিনিউ ছাত্রছাত্রীদের মধ্যে ৮ জন, ইমপ্রুভমেন্ট ২ জন, ইকুভ্যালেন্স ৪ জন, এক্সটার্নাল ১ জন এবং সিঙ্গেল সাবজেক্ট ৫ জন। পরবর্তী সময়ে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলে ১৮ জন পরীক্ষায় বসে। ১৩ সেপ্টেম্বর থেকে পরিক্ষা সংঘটিত হয়। শুক্রবার ফলাফল ঘোষণা হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের। এর মধ্যে ৯ জন উত্তীর্ণ হয়েছে। বাকি ৯ জন উত্তীর্ণ হয় নি। সুতরাং পাশের হার ৫০ শতাংশ।