স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জিবি বাজার শাখার উদ্যোগে জিবি বাজারের ক্ষুদ্র সব্জি ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা করে ৩০ জন বেনিফিসারিদের মধ্যে মুদ্রা ঋণ প্রদান করা হয়। শুক্রবার স্বল্প সুদে জিবি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অর্থ রাশির তুলে দেন গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শিশির কুমার।
ছিলেন বাজার কমিটির সম্পাদক শ্যামল সাহা , জিবি বাজার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্যরা। ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক রাজ্যের বিকাশে কাজ করছে। সেই লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋন প্রদান করা হয়েছে। আগামী দিনে সময় মত ঋন পরিশোধ করলে গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋনের মাত্রা বাড়ানো হবে যাতে তারা তাদের ব্যবসা আরো বাড়তে পারে বলে জানান গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শিশির কুমার। রাজ্যের প্রতিটি স্থানে এই ধরনের ঋন প্রদান করার কর্মসূচী নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরিষেবা প্রদান নিয়ে কিছু অভিযোগ ওঠার বিষয়ে তিনি জানান এটা ভ্রান্ত খবর রটানো হচ্ছে। পরিষেবা প্রদান করা নিয়ে কোন সমস্যা নেই। আরো ভাল পরিষেবা দিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই কাজের ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকী ২০ শতাংশ দ্রুত শেষ হয়ে যাবে।