কলকাতা, ৮ অক্টোবর (হি.স) : ত্রিপুরায় আসন্ন পুরনির্বাচনে লড়তে পারে তৃণমূল কংগ্রেস। অন্তত এমনটাই ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের নবগঠিত স্টিয়ারিং কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই পুরভোটে লড়ার ইঙ্গিত দেন তিনি।
এ বছরের শেষেই আগরতলা-সহ ত্রিপুরার কয়েকটি স্থানীয় নির্বাচন হওয়ার কথা। রাজ্যে নতুন করে সংগঠন গড়ে তোলার পর এই পুরনির্বাচন দিয়েই ত্রিপুরার নির্বাচনী রাজনীতিতে পা রাখতে চান অভিষেক। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে ত্রিপুরার নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকেই দলীয় সদস্যদের পুরভোটের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, মহালয়ার দিনই তৃণমূলের তরফে ত্রিপুরার রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে রয়েছেন ১৯ সদস্য। স্টিয়ারিং কমিটির মাথায় রয়েছেন সুবল ভৌমিক। রাজ্য আহ্বায়কের পদে রয়েছেন তিনি। এছাড়াও কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, প্রকাশচন্দ্র দাস, আশিসলাল সিং, কৃষ্ণধন দাস, ড. দেবব্রত দেব রায়, আবদুল বাসিত খান, ত্রিদিব দত্ত, শম্পা দাস, কল্পমোহন ত্রিপুরা, মামন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানি সেনগুপ্ত. ইদ্রিস মিঞা, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস, মলিন জামাতিয়া।