Friday, February 7, 2025
বাড়িরাজ্যঅধ্যাপক নিয়োগের দাবি নেট-স্লেট-পি এস ডি ফোরামের

অধ্যাপক নিয়োগের দাবি নেট-স্লেট-পি এস ডি ফোরামের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে পঠন-পাঠনের বিষয়ে অধ্যাপক স্বল্পতা হলো সবচেয়ে বড় সমস্যা। সাধারণ ডিগ্রি কলেজ গুলিতে দুই শতাধিকের অধিক শূন্যপদ রয়েছে। তাই শুক্রবার ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা সচিবের সাথে নেট-স্লেট-পি এস ডি ফোরামের এক প্রতিনিধি দল মহাকরণে যায়।

 ত্রিপুরার ডিগ্রী কলেজের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য উচ্চ শিক্ষা সচিব ব্রিজেশ পান্ডের কাছে অবগত করা হয়, অতিসত্বর সাধারণ ডিগ্রী কলেজ ও প্রফেশনাল কলেজগুলিতে সহকারি অধ্যাপকের সমস্ত শূন্যপদ পূরণ করা, ছাত্র শিক্ষক অনুপাতে সহকারি অধ্যাপকের নতুন পদ তৈরি করা এবং ত্রিপুরার স্থায়ী বসবাসকারী প্রার্থীদের নিয়োগের অগ্রাধিকার দেওয়ার জন্য পিআরটিসি বাধ্যতামূলক করা সহ ৫ দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। যাতে রাজ্য সরকার উচ্চ শিক্ষার ছাত্র-ছাত্রীদের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের সভাপতি প্রণয় দেব। এদিন তিনি আরো অভিযোগ তুলে বলেন রাজ্যের ২২ টি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে ২০ টি কলেজে অধ্যক্ষ নেই। ফলে কলেজগুলির নানা সমস্যায় ভুগছে। রাজ্যের ৫৩ হাজারের বেশি কলেজ পড়ুয়া, অধ্যাপক সংকটে জর্জরিত। তাই রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য