স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : শাসক দল বিজেপির কাছে ২৩ -এর নির্বাচন হলো বড় পরীক্ষা। কিন্তু নির্বাচনের আগেই রাজ্যবাসীর সমর্থন নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি সরকার। সরকারি রাখতে আগামী দিনে দল কতটা অগ্নি পরীক্ষা দিতে সফল হবে, তা সবচেয়ে বড় প্রশ্ন। ২০১৮ সালে রাজ্যে ২৫ বছরের সরকার পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু চার বছর অতিক্রান্ত হয়ে গেছে সরকার ভিশন ডকুমেন্ট বাস্তবায়িত করতে পারেনি বলে রাজ্যের বিরোধীদল গুলির বুলি।
তাই জনসমর্থন মাপতে এবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। শনিবার বিজেপি ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দিপক মজুমদার, জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। গত ৩ মার্চ বিজেপি আই পি এফ টি সরকারের চার বছর পূর্ণ হয়েছে। আর এই চার বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৮ মার্চ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে আসবেন। স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যবাসীকে সম্বোধন করবেন। এই সফরকে দলীয় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সদর জেলার প্রত্যেকটি মণ্ডলে এই বৈঠক ধারাবাহিক ভাবে করা হবে। ঐতিহাসিক জন সভার রুপ দিতে এই বৈঠক বলে জানা যায়। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে ত্রিপুরা ২৫ বছরের সরকারের পরিবর্তন হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনতে রাজ্যের মানুষ এখনই বড় আগ্রহ প্রকাশ করছে। রাজ্যের প্রচুর সংখ্যক মানুষ অমিত শাহের বক্তব্য শুনতে অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার।