Friday, May 20, 2022
বাড়িরাজ্যভয়াবহ অগ্নিকাণ্ড বটতলা এলাকায়

ভয়াবহ অগ্নিকাণ্ড বটতলা এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল বটতলা এলাকা। শনিবার বটতলা ব্রিজ সংলগ্ন জমানো আবর্জনার স্তুপে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে আসে।

 দীর্ঘক্ষন পর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। দমকল কর্মীরা জানায় জমানো জঞ্জালে আগুন লাগে। কিছু থার্মোকল স্তূপীকৃত পড়ে থাকায় তা থেকে কালো ধোওয়া বেরুতে শুরু হয়। জনমনে চাঞ্চল্য ছড়ায়। সময় মতো দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বটতলা এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য