স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ উঠে শুক্রবার। দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে শনিবার স্কুলে ছুটে যান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে। এবং দুই শিক্ষকের বিরুদ্ধে তোলা অভিযোগের দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, দুই শিক্ষক বিগত দুই মাস ধরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রীদের ক্লাস করার নাম করে ক্লাসের মধ্যে শারীরিক ভাবে হেনস্তা করা যাচ্ছে বলে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ। তাই শুক্রবার অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকার দ্বারস্থ হয়। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অভিভাবকরা। পরে শিক্ষামন্ত্রী জানান দুই শিক্ষক সম্পর্কে গুরুতর অভিযোগ পেয়ে স্কুলে এসেছেন। শিক্ষা দপ্তর শুক্রবারই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অভিভাবকদের নিয়ে বৈঠক করেছে। যে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাদের স্কুল থেকে অন্যতায় সরিয়ে দেওয়া হয়েছে। যাতে সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। একই সঙ্গে চলবে তদন্ত কাজ। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। আগামী ৫-৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পশ্চিম জেলা শিক্ষা অধিকর্তা তদন্ত করছেন বলে জানান মন্ত্রী। এবং তদন্তের যদি দুই শিক্ষক দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এখন দেখার তদন্তে কি উদঘাটন হয়।