স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : আগামী ১২ মার্চ গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন সমাবেশে যাতে কর্মী-সমর্থকরা নিরাপদে অংশগ্রহণ করতে পারে তার জন্য একটি বৈঠক সংঘটিত হয় শনিবার দ্য মানিক্য এনক্লেভে। বৈঠকে পৌরহিত্য করেন দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
তিনি জানান, আগামী ১২ মার্চ শান্তিপূর্ণ জনসমাবেশ এবং শান্তি মিছিল সংঘটিত করার জন্য কর্মীদের নিরাপদে নিয়ে আসতে বৈঠকটি সংঘটিত হয়। প্রায় ৫০ হাজার কর্মী সমর্থক এদিন জনসমাবেশ এ অংশগ্রহণ করবে বলে জানান তিনি। তিনি আরো বলেন আগামী ৩১ মার্চের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত না হলে উন্নয়নের জন্য গ্রাম অঞ্চলের টাকা প্রদান করা বন্ধ হয়ে যাবে। এতে মানুষ সমস্যায় পড়বে। তাই আগামী ৩১ মার্চের আগে যাতে ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করা হয়, তার জন্য দাবি জানানো হবে। দেশের বিভিন্ন রাজ্যে যদি বিধানসভা নির্বাচন হতে পারে এবং ত্রিপুরা পুর নির্বাচন সংগঠিত হতে পারে তাহলে ভিলেজ কমিটির নির্বাচন কেন সংঘটিত হবে না তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। আর যদি ৩১ মার্চের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন না হয় তাহলে আইনের দরজা খুলে যাবে বলে জানান তিনি। তবে সম্প্রতি যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দা জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি জানান, এ ধরনের হামলা হুজ্জতির ঘটনা নতুন নয়। দীর্ঘ সময় হয়ে গেছে এ ধরনের রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা শুরু হয়েছে। দুঃখ প্রকাশ করে বলেন এক বছর আগে উনার উপর মোহনপুর মহকুমা শাসক অফিসে আক্রমণ হয়েছে। কিন্তু কোন দুষ্কৃতী গ্রেফতার হয়নি। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এ ধরনের গুন্ডাগিরি এবং মাফিয়া গিরি দ্বারা ত্রিপুরার নাম খারাপ হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। কারণ গুন্ডা এবং মাফিয়াদের কোন পরিচয় হয় না বলে জানান তিনি। এদিন বৈঠককে দলের সভাপতি বিজয় রাঙ্খল, অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।