স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : সোমবার কয়েক শতাধিক কর্মী সমর্থক নিয়ে সোনামুড়া ও নলছড়ে রোড শো করলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। হুড খোলা গাড়ি দিয়ে এদিন মনোনীত প্রার্থী ভোট প্রচার করেন।
পরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে বিপ্লব কুমার বলেন গত ৫০ বছর কংগ্রেস এবং সিটিআইএমের লড়াইয়ে হাজারো মানুষের খুন হয়েছে, এখন তারা আবার জোট বেঁধেছে। তাই তাদের সঠিক দিশা দেখাতে এবং তাদের কুকর্মের শাস্তি দিতে আগামী ১৯ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান। তিনি দেশবাসীর স্বার্থে কাজ করবে বলে জানান প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন রোড শো দীর্ঘ পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই দীর্ঘ রোড শো। কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।