Friday, February 7, 2025
বাড়িখেলাপ্রয়াত শেন ওয়ার্ন, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটারের

প্রয়াত শেন ওয়ার্ন, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটারের

তাইল্যান্ড, ৪ মার্চ (হি.স.) : প্রয়াত অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের। সম্প্রতি তাইওয়ানে নিজের বাংলো গিয়ে থাকছিলেন তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও তিনি সাড়া দেননি। শেন ওয়ার্নের মৃত্যুতে বাকরুদ্ধ ক্রিকেট দুনিয়া৷ টুইট করে শোকপ্রকাশ করছেন তামাম খেলোয়াররা।

ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে ওঁর বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া গেছে। মেডিকেল দল সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কিছু করার ছিল না। ওঁর পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা এই সময়ে প্রাইভেসি চাইছেন। সময়মতো বাকি তথ্য দেওয়া হবে।’ক্রীড়া জগতে নেমে এসেছে প্রগাঢ় শোকের ছায়া। এমন একটি দিনে চিরবিদায় নিলেন এই কিংবদন্তি স্পিনার, যেদিন তাঁরই স্বদেশীয় আরও এক খেলোয়াড় রডনি মার্শও প্রয়াত হয়েছেন। একই দিনে এমন জোড়া আঘাত বিশ্ব ক্রিকেটে আসতে পারে, ভাবাই যায়নি।

এমনকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই রডনি মার্শের প্রয়াণের খবরই টুইট করে শোক প্রকাশ করেছিলেন শেন ওয়ার্ন। সেই টুইট এখনও জ্বলজ্বল করছে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে। ভক্ত-অনুরাগীরা প্রতিক্রিয়াও জানাচ্ছেন। কিন্তু বদলে গেছে সে প্রতিক্রিয়ার ভাষা। সকলেই বিস্ময়ে হতবাক।অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সারিতে শেন ওয়ার্নের নাম রয়েছে। আগামীতেও থাকবে। ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন, লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ার্ন। ১৯৪টি একদিনের ফরম্যাটে ২৯৩টি উইকেটও রয়েছে তাঁরই দখলে। সম্প্রতি অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য